তোমার চাওয়া বা আমার না চাওয়ার ফল
এমনো হতে পারে,তুমি সব বুঝেও না বোঝার ভান কর,
আবার এমনো হতে পারে,আমিই চাই না যে তুমি সব বোঝ।
তোমার-আমার না বোঝাগুলো ছাড়িয়ে,
যা খুশি তাই কি হয়ে যেতে পারে না?
আবার এমন কি হতে পারে না,তোমার-আমার বোঝাগুলোই,অতিপ্রাকৃত এক উপায়ে বাস্তবে রুপান্তরিত হয়ে গেল।।
তুমি কি চাও না এমন হোক,
নাকি এ আমারই না চাওয়ার ফল।।
আবার এমনো হতে পারে,আমিই চাই না যে তুমি সব বোঝ।
তোমার-আমার না বোঝাগুলো ছাড়িয়ে,
যা খুশি তাই কি হয়ে যেতে পারে না?
আবার এমন কি হতে পারে না,তোমার-আমার বোঝাগুলোই,অতিপ্রাকৃত এক উপায়ে বাস্তবে রুপান্তরিত হয়ে গেল।।
তুমি কি চাও না এমন হোক,
নাকি এ আমারই না চাওয়ার ফল।।
No comments