SNIPER-the elite class warrior

যুদ্ধের কর্তারা যখন সিদ্ধান্ত নেয়,সরিয়ে দিতে হব বিপক্ষের নেতাকে কিংবা ধ্বংস করে দিতে হবে রেডিও সিস্টেম..
তখন ডাক পরে এক বিশেষ শ্রেণীর যোদ্ধার!

তারাই স্নাইপার!!
একজন স্নাইপারের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হল তার রাইফেল!মিশন অনুসারে রাইফেল পছন্দ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ!

সাধারন ম্যাকানিকাল টার্গেট ভেদ করার জন্য ব্যাবহার করা হয় হাই ক্যালিবারের রাইফেল!ক্যালিবার যত হাই হবে বুলেট তত ভারী হবে..এই ধরনের বুলেট(যেমন .50bmg অথবা 20মিমি) ছোড়ার জন্য রাইফেল হবে তত ভারী আর ম্যাকানিজম তত জটিল!


এই ধরনের শক্তিশালী রাইফেলের সমস্যা হল এরা ওজনে হয় খুব ভারী যেমন ব্যারেট এম82 এর ওজন চৌদ্দ কেজি ফলে বহনে খুব অসুবিধা হয়! 

ভারী বুলেটের আর একটি অসুবিধা হল দূরত্ব অতিক্রমের সাথে এর উপর মাধ্যাকর্ষনের প্রভাব বাড়ে ফলে বুলেট অনেক নিচে নেমে যায় ফলে টার্গেটে লাগার সম্ভবনা কমে যায়,এর একটি সুবিধা হল এর উপর বাতাসের প্রভাব কম থাকে!

..শক্তিশালী রাইফেলের রেঞ্জ থাকে!
বেশি

অন্যদিকে বায়ো/মানুষ টার্গেটের জন্য ব্যাবহার করা হয় লং রেঞ্জের হালকা রাইফেল যেমন ড্রাগনভ ওজন মাত্র চার কেজি,ফলে বহনে সহজ আর দ্রুত সটকে পরা যায়!

কিন্তু এ্র সমস্যা হল বুলেট হালকা হওয়ায় এর উপর বাতাসের প্রভাব খুব বেশি! টার্গেট দু'তিনশ মিটার হলে সমস্যা ্নেই কিন্তু তা যখন হয় দুহাজার মিটার তখ্ন ভাবতে হয়,বাতাসের প্রভাবে কতটা সরে যাবে আর মাধ্যাকর্ষনের প্রভাবে কতটা নিচে নামবে!

Shop All-new Kindle Travel Gear সবশেষে মাথায় রাখতে হবে আপনার হৃদয় অনবরত স্পন্দিত হচ্ছে,যা আপনার হাত কাপিয়ে দিতে পারে!তাই আপনার হৃদস্পন্দন কে কমিয়ে আনতে হবে,ভুলে যেতে হবে সমস্ত দুনিয়াকে!
অপেক্ষা করতে হবে দুটি স্পন্দনের মাঝের স্থির সময়!
আপনাকে পাথর হয়ে যেতে হবে....

I am stone....i am stone and বুউউউম.....

No comments

Powered by Blogger.