DELUSION

#delusion হল মিথ্যা বিশ্বাস। অর্থাৎ এমন কোনো বিশ্বাস যা সমাজের সবাই মিথ্যা হিসেবে জানে এবং সেটির বিপরীতে সকলের কাছেই প্রমাণ আছে। তবে এটির সাথে প্রাতিষ্ঠানিক ধর্মে বা প্রাতিষ্ঠানিক কোন আদর্শে বিশ্বাসের সাথে কোন সম্পৃক্ততা নেই। ভ্রমের উদাহরণ: রোগীর মনে হতে রোগীর আপনজন রোগীকে ঠকাচ্ছে, অথচ তেমন কোনো সম্ভাবনাই নেই বা তেমন মনে হবার কোনো কারণই নেই (delusional jealousy)। আবার রোগী একটি সাধারণ বিষয়কে অস্বাভাবিক একটি বিষয়কে প্রতিষ্ঠা করতে ব্যবহার করতে পারে (delusion of reference) মানব জাতির একটা বিশাল অংশ delusion(ভ্রম) এর মাঝে আছে । এবং তাদের এই জগতে যেটা একান্ত তাদের সেখানে নানান রোকম নানান পেশার যেমন সায়েন্টিয,শীল্পী,লেখক,চিত্রকর বিরাজ করে । এদের একেক জনের চিন্তা ধারা একেক রোকম । আর এরা মনে করে যে এরা সব কিছুর সমন্ধ্যে ধারনা রাখে । এবং নিজেরা মনে করে যে তারা অদিত্বিয় কিন্তু আসলে কিন্তু তা ঠিক নয় ।আজ আমরা আলোচনা করবো optical ও auditory hallucinationনিয়ে !!
#optical hallucination/visual hallucination কি?
দৃষ্টিভ্রম বা hallucination হল সাধারণভাবে অস্বাভাবিক উপলব্ধি। এটি কোনো অলীক বস্তু দেখা সম্পর্কে মিথ্যা উপলব্ধি। কোনো মানসিক রোগীর ক্রমাগত দৃষ্টিভ্রম হতে থাকে। একই সাথে অনেক ধরনের জিনিস দেখা সম্ভব এই রোগে। বলা হয়ে থাকে আমরা স্বপ্নে আসলে এরকম অসংখ্য দৃষ্টিভ্রমের শিকার হই। তবে, অবশ্যই সেটি কোনো রোগের উপসর্গ নয়।
উদাহরনঃ আমরা অনেক সময় দেখতে পায় আকাশের মেঘের দিকে যে মেঘ অনেক সময় ঘোড়া বা কোন দৈত্য এর রুপ ধারন করেছে।আরেকটা বাস্তব উদাহরন হিসেবে দেখতে পায় গত কয়েকবছর আগে সাঈদি সাহেবকে চাদে দেখা গেছে :) আসলে সেখানে সাঈদি সাহেবের কোন অস্তিত্বও ছিলনা কিন্তু অনেকেই দেখেছে এবং সেটা শুনে মাঝ রাতে আকাশে চাদে তাকিয়ে সাঈদিকে দেখেছে এটা সাইক্লোজির ভাষায় বলে Optical induce hallucination (এই শুনা কথায় সাঈদিকে দেখার সাইক্লোজিক্যাল ব্যাখা অন্য একদিন দিব যে এটা আসলে কেন হয়?) বিঃদ্রঃপেজে একটা Optical hallucinationএর ওপর ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন।
#auditory hallucinationকি?
auditory hallucinationহল সাধারনভাবে অস্বাভাবীক কিছু পরিচিত মানুষের আওয়াজ কিংবা উদ্ভুত কিছু শব্দ শুনতে পাওয়া। যা আসলে কেও বলছেনা কিন্তু ভিকটিম ঠিকি শুনতে পাচ্ছে।উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই যে রাস্তায় অনেক পাগল আছে একা একা কি কি যেন বলছে এবং সয়ংক্রিয়ভাবে কারা কথার যেন উত্তর দিয়ে যাচ্ছে।তবে যারা হাইপার ডিপ্রেশনের মাঝে থাকেন তাদের সাথেও এমন ঘটতে পারে। তাই বলে আমরা ধরে নিতে পারিনা যে তিনি মানুষিক রোগী ।
উদাহরণঃআমাদের চারপাশে অনেক মানুষ অভিযোগ করে থাকেন যে রাতের বেলায় ঘুমানোর সময় বা দিনের বেলায় তাদের কানের কাছে কে যেন ফিস ফিস করে এবং কি যেন সব বলে কিন্তু তারা বুঝতে পারেনা এটা কে বলছে! তবে কথা যেই বলুক সেই ব্যক্তিকে তারা না দেখলেও তার কথা তারা ঠিক শুনে । তবে বাস্তবে তার কোন উল্লেখ পাওয়া যায়না।এবং এটি এক সময় অসহনীয় পর্যায়ে চলে গিয়ে তারা প্রায় পাগল হতে বসে। এটা কেমনে হয় ? ধরেন আমি আপনাকে বললাম যে আজ রাতে আপনি রাস্তা দিয়ে বাড়িযাবেন তখন একটা শপ শপআওয়াজ আসবে আপনার কানে দেখলেন অদ্ভুট তো ঠিকি আওয়াজ আসছে!! হা হা হা হা এটাকে সাইক্লোজির ভাষায় বলে auditory induce hallucination। আসলে তখন আওয়াজ টা যেই শব্দে আসুকনা কেন আপনার মস্তিষ্ক সেটাকে শপ শপ আওয়াজেই কনভার্ট করে ফেলবে

No comments

Powered by Blogger.