মানসিক রোগের চিকিৎসা পদ্ধতি(Therapy of Mental Disorders)
মানসিক রোগের চিকিৎসা পদ্ধতি(Therapy of Mental Disorders) :
মানসিক রোগ নিরাময়ের জন্য বিভিন্ন চিকিৎসা পদ্ধতি রয়েছে । যেমন ,
১।মনোচিকিৎসা (Psychotherapy)
২।মক্কেল কেন্দ্রিক চিকিৎসা (Client Centered therapy)
৩।আচরণ চিকিৎসা (Behaviour therapy)
৪।ডাক্তারী চিকিৎসা (Medical therapy)
#মনোচিকিৎসা (Psychotherapy): মনোচিকিৎসা একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা পদ্ধতি। মনোচিকিৎসায় চিকিৎসাক ও রোগীর মধ্যে গভীর সম্পর্ক স্থাপিত হয় ।চিকিৎসক রোগীর অস্বভাবীকতার গভীরে প্রবেশ করে রোগীর অবদমিত প্রেষ, দ্বন্দ্ব, বেদানাদায়ক অভিজ্ঞতা প্রভৃতি উদ্ঘাটন করেন।
এ পদ্ধতিতে একজন চিকিৎসক কয়েকটি উদ্দেশ্য বা লক্ষ্যকে সামনে রেখে কাজ করেন।
১।রোগীর সমস্যার চিহ্নিতকরণ এবং সমস্যা সমাধানের জন্য রোগীর মধ্যে অন্তর্দৃষ্টি সৃষ্টি করা।
২।রোগীর অহম সত্তার সম্পূর্ণ পরিচয় তার কাছে তুলে ধরা।
৩।গুরুতর ও জটিল অন্তদ্বন্দ্বের অবসান করা।
৪।অবাঞ্ছিত অভ্যাস দূর করে রোগীর মধ্যে সমাজ অনুমোদিত আচরণ সৃষ্টি করা।
৫।রোগীর দক্ষ্যতার মান বৃদ্ধি করা।
৬।ত্রুটিপূর্ণ ধারণার পরিবর্তন করা।
৭।রোগীকে তার সার্থক ও সম্পূর্ণ ব্যক্তিসত্তাতে পৌছানোর পথ নির্দেশ করা।
মনোচিকিৎসা পদ্ধতির উল্লেযুগ্য কৌশলসমূহ হল ।যেমনঃ-
#মনোঃসমীক্ষণ পদ্ধতি(Psychoanalysis)
#দলগত ও পারিবারিকচিকিৎসা পদ্ধতি(Group and Family Therapy)
#সাইকোড্রামা।(Psychodrama)
No comments